Poetry that will make your mind flow

I own the colors,

Life and the Heart

Life shows the light

Light shows the color

Color shows the image

Image invokes the mind

Mind shapes the heart,

The heart of ours,

of human, of Love…
🙂

hd-tumblr-wallpapers-2

  • Dying leaf emerges the beauty of sorrow...

Flower-Hue

Melancholy growling on the shore,

Color dying on the floor,

Only flower-hue finds the path to

Show the life through the Sun.

It’s hard to love

But fall in love instance

Take not a moment to late.

Flower-hue grow the space,

The space of love which never take a

Moment to late

But

Stay forever,

Forever as immortal,

Immortal as the nature

Which change every moment

But never end on the end…

-me, Sajia Afrin..

Forest Safety

Live where you fear to Live,

Destroy your reputation

Be Notorious…

https://i0.wp.com/fullhdpictures.com/wp-content/uploads/2016/08/Depressing-Wallpaper.jpg

The Haunting Whisper

What end is there to my complaint ?

This haunting whisper makes me faint.

You are wrong,

You just fail.

This haunting whisper makes me faint.

-SAJIA AFRIN

https://i0.wp.com/img01.deviantart.net/7d48/i/2015/028/1/9/whisper_by_wlop-d869dsf.jpg

Going Towards the Death

Walking on the lea,

Feeling drowsy

‘nd then I’m goin’ towards death…

হও, একটুখানি তুমি হও

হও, একটুখানি তুমি হও।

ভুলে যাও সবকিছু যা তোমাকে কষ্ট দেয়।

ছুড়ে ফেলে দাও সব দুঃখ-কষ্ট এই আমার দিকে।

তুমি সুখি হও, একটুখানি সুখি হও।

হতে যদি চাও এলোমেলো, হও না।

একটু সুস্থির নিশ্বাস নাও।

বাজাও তোমার পুরোনো গান,

করো তুমি যা তোমায় ভালো রাখে।

আমার মাঝে বন্দি-খাঁচার পাখি হয়ও না,

সত্যি বলছি, মুক্ত পাখি আমার অনেক ভালো।

তুমি আমার মাঝে মুক্তি পাবে ভেবে আমি ভুল করেছি

বরাবরের মত হচট্ খেলাম তুমি যেমন বলো।

আমার জালে না জড়াও, তাতেই আমি খুশি।

আমি তো তোমায় বুকে বাসা বাঁধার জন্য বুক

পেতে দিয়েছি, ভাবিনি তা খাঁচা হয়ে যাবে।

আমি মাছেরা যেমন ঝাঁক বেঁধে থাকে

তেমন ভাবে পাশাপাশি চলতে চেয়েছি,

বুঝিইনি কখন ভালোবাসা জাল হয়ে গেছে।

আমার সাথে থেকে তুমি যদি আর তুমিই না থাকো

তবে ভালোবাসার মান কি আর থাকে।

তুমি বরং তুমি হয়ে উঠো।

তাই ভালো।।।

মা

মা

কত রাত ডেকেছি তোমায় শব্দে আর নিঃশব্দে।

তুমি শোননি সে ডাক হয়তোবা উপেক্ষা করেছো কেবলি।

আমি মিছিমিছি ডাকি তোমায়।

আমার সুনীল স্বচ্ছ জলও তোমায় ডাকে অদম্য;

তুমি আমায় রেখে চলে গেছো সেই কবে।

তবু আমি ঘুমের ঘোরে হাতড়ে বেড়াই তোমাকে।

নিঝুম রাতে, জানালার শিকে হাত রেখে

নিষ্পলক চাই চাঁদের পানে।

তখন তুমি আমার অনুভূতির ধারায় বয়ে যাও।

আমি ডাকি তোমাকে।

তখন ঝিঁঝি পোকা
ব্যঙ্গ করে আমায়।

এখন বারংবার তোমার কথার অবাধ্য হই।

সকলকিছু একান্তই আজ আমার ইচ্ছা।

এই অবাধ্যতার ফল জানো কি?

অকারণে রক্তাক্ত হই।

তবুও মানিনা,

কিচ্ছু মানি না।

কালচে রক্তে আমার সারা দেহ ভিজে আসে।

এ সবই আমার পাপের ফল।

আমায় কি অভিশাপ দিয়েছো?

তুমি না আমার ‘মা’ ।।

10 thoughts on “Poetry that will make your mind flow

  1. Absolutely beautiful!
    BTW- you may want to attach a widget to translate your writings to your home page. It will allow people all over the world to read your work without having to go through multiple steps to translate.

    Liked by 1 person

Leave a comment